বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
আজকের দিগন্ত প্রতিবেদকঃ— ঢাকার ধামরাইয়ে ট্রাকের চাপায় ফাতেমা বেগম (৪২) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় নিহতের কন্যা সামিরা (৬) ও ছেলে ফাহিম (১৩) তার সাথেই ছিলেন। মায়ের এমন মর্মান্তিক মৃত্যু দেখে বাকরুদ্ধ হয়েছেন তারা। দুই ভাই বোন ধামরাইয়ের ঢুলিভিটা মমতাজ ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৬ আগষ্ট) সকাল ১০টার দিকে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটিকে আটক করে।
পুলিশ জানায়, টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় স্বামীর বাড়ি থেকে ধামরাই আত্মীয় বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী বেপরোয়া ট্রাকের চাপায় ফাতেমা বেগম নিহত হয়।
দুর্ঘটনার সংবাদ পেয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বায়রার সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ গভীর সমবেদনা জানান।
নিহতের আত্মীয় সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি, নিহতের পারিবারিক সূত্রে আত্মীয়।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং মামলার প্রস্ততি চলছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply