মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
আজকের দিগন্ত নিজস্ব প্রতিবেদকঃ— লাঠিবাড়ী খেলা অত্যন্ত একটি চমৎকার মজার খেলা । খেলাটি উপভোগ করার জন্য ছোট থেকে বৃদ্ধ সবাই বিভিন্ন গ্রাম হতে খেলার স্থলে উপস্থিত হয়ে থাকেন। এই লাঠিবাড়ী খেলাতে দুইটি লাঠিয়াল বাহিনী থাকেন । আবহমান বাংলা অন্যতম জনপ্রিয় অনুষঙ্গ লাঠি খেলা । খেলাটি খেলার সময় উভয় ব্যক্তি লাঠি ব্যবহার করে একে অপরকে আঘাত করার চেষ্টা করে থাকে এই উভয় ব্যক্তিই লাঠি ব্যবহারে মাধ্যমে আঘাত হতে রক্ষা পাওয়ার চেষ্টা করে থাকেন ।
ঢাকঢোল আর বাঁশির তালে আনন্দে উল্লাসে মেতে উঠে সবাই । তবে সময় পরিবর্তন এর সাথে সাথে হারাতে বসেছে বাংলার এই অন্যতম প্রিয় ঐতিহ্যবাহী খেলাটি । খেলাটির সাথে যে সমস্থ লোক জড়িত থাকেন আজ তাদের জীবন জীবিকাও হুমকির মুখে পড়েছে । তার পরেও অনেকের মাঝে মাঝে খেলাটি খেলতে দেখা যায় । আধুনিক প্রযুক্তির ব্যবহারে মানুষ আজ ভুলতে বসেছে এক সময়ের জনপ্রিয় এই খেলাটি । বাংলার মানুখের মধ্যে খেলাটি দেখার আগ্রহ খুবই প্রবল । তাই এই জনপ্রিয় লাঠিবাড়ী খেলাটি যেন যুগের পর যুগ আবহমান বাংলার বুকে থাকে এটাই সকলের কমনা।
“মোঃ রাকিবুল হাসান”
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply