বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
আজকের দিগন্ত প্রতিবেদকঃ— ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠতম বাঙালি জাতির স্বাধীনতার এ মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও ‘রক্তাক্ত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস-১৯’ এ উপলক্ষ্যে শনিবার (৩১ আগস্ট) দুপুরে নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাথালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
এসময় তিনি বলেন, রক্তাক্ত ১৫ আগস্ট আমরা সপরিবারে হারিয়েছি বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একটি বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে যে মানুষটি নিজের জীবনকে সপরিবারে উৎসর্গ করেছেন ও আত্নত্যাগ করেছেন। আসুন এ ত্যাগের মহিমান্বিত দিনে আমরা বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট সকল শহীদদের জন্যে দোয়া করি। তাদের বিদেহী আত্নার শান্তি ও মাগফেরাত কামনা করি।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ শান্তিতে থাকে এবং দেশের উন্নয়ন হয় বলেও জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ কবির, ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান মিজান, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজল হক, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভূঁইয়া।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম এ সালাম, আশুলিয়া থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু, আশুলিয়া থানা যুবমহিলা লীগের নেত্রী মনিকা হাসান, পাথালিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ সুমন মন্ডল পন্ডিত, যুগ্ম আহ্বায়ক মোঃ হাসানুজ্জামান (জামান), ঢাকা জেলা উত্তর তাঁতি লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহাজাদা, সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন মন্ডল, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন খান, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস মাখনসহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিশেষে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও স্বপরিবারে নিহত শহীদদের প্রতি মাগফিরাত কামনা করে দোয়া ও গণভোজের ব্যবস্থা করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply