বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের সালনা বাজার এলাকা থেকে অপহৃতকে উদ্ধার ও অস্ত্রসহ ৬ যুবককে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। এসময় অপহারকদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, তিনটি চাকু, সাতটি মোবাই সেট ও নগদ প্রায় ১১হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের নামে মহানগরের জয়দেবপুর থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রোববার রাত আটটার দিকে অপহৃতকে উদ্ধার ও আটকের ঘটনা ঘটে। র্যাব-১ এর কোম্পানী কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাকড়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে আশিকুর রহমান (২৪), একই জেলার ধোবাউড়া উপজেলার বাগবেড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোলাইমান (২৬), ত্রিশাল উপজেলার সাকুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৫), গাজীপুর সিটি করপোরেশনের কাথোরা এলাকার আমান উদ্দিনের ছেলে ইমরান হোসেন (২২), মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা গ্রামের জামাল হাওলাদারের ছেলে রুবেল মিয়া (২৫), জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কুশলনগর এলাকার খোরশেদ আলমের ছেলে শামীম আহম্মেদ (২৪)।
উদ্ধার হওয়া ভিকটিম মেহবুব আলম (২৫) তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বড়নগর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।
র্যাব-১ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে আটককৃতরা গাজীপুর মহানগরের রাজবাড়ী মাঠ এলাকা থেকে মেহবুব আলম (২৫) নামে এক যুবককে অস্ত্রের মুখে অপহরণ করে। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়নগর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। অপহরণের পর অপহৃতের স্বজনদের কাছে পাঁচ লাখ চাকা মুক্তিপণ দাবী করে। এরই মধ্যে অপহৃতের স্বজনেরা র্যাব সদস্যদের অবহিত করে। পরে গাজীপুর মহানগরের সালনা এলাকায় অভিযান চালিয়ে অপহারকচক্রের ৬ সদস্যকে আটক করে র্যাব সদস্যরা।
তিনি আরো জানান, অপহারকচক্রটি কমপক্ষে ৪০টি দস্যুতা ও অপহরণের ঘটনা ঘটিয়েছে। তারা সাধারণ মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলেও র্যাবের কাছে স্বীকার করে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply