মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
গাইবান্ধা (গোবিন্দগঞ্জ ) থেকে মোঃ আব্দুস সোবহানঃ— গাইবান্ধার গোবিন্দগঞ্জ কৃষি অফিসের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে চারা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ কৃষি অফিস চত্বরে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোরতবা আলী মানিকের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলূ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোশাররফ হোসেন, জাতীয় পার্টি নেতা আব্দুল গণি সরকার, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সুভাস চন্দ্র বর্মন প্রমুখ।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলায় এবারের বন্যায় ক্ষতিগ্রগ্রস্থ কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১৯ একর জমিতে কমিউনিটি বীজতলা তৈরী করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার মোট ১হাজার ১শ’ ৫২ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে এ চারা বিতরণ করা হবে। প্রত্যেক কৃষক ১ বিঘা জমি রোপনের জন্য এ চারা পাবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply