মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে সৌরভী আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৌরভী পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চর মোসান্দ গ্রামের কামরুল ইসলামের মেয়ে। সে দেওচালা গ্রামের একটি কিন্ডারগার্টেনের ২য় শ্রেণির ছাত্রী। তার বাবা এই এলাকার আলমগীর হোসেনের বাড়ীতে ভাড়া থেকে ব্যাটারী চালিত অট্রো রিকসা চালায়।
সৌরভীর চাচা আলম মিয়া বলেন, বেলা ১২ টার দিকে আমার ভাতিজি খেলতে স্থানীয় দেওচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে মাটির নিচে পড়ে থাকা অবৈধ বিদ্যুৎতের টানা লাইনে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে একজন এসআইকে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply