সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ থেকে মোঃ ইউসুফ খানঃ— গুণগত শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি কলেজের আয়োজনে এন.এম খান অডিটোরিয়ামে এ সভা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোসাঃ মনোয়ারা খাতুন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ফরহাদ হোসনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, যুবলীগ নেতা মেসবাহুল সাকের জ্যোতি, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ওবাইদুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহ্ আলম, কলেজের শিক্ষক ড. আমিনুল ইসলাম, শিক্ষার্থী হাসান আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলার বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য আ.হ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের সন্তান মেসবাহুল সাকের জোঙ্গী, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, জেলা জাসদ-ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদসহ কলেজের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা। আলোচনা সভায় গুণগত শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন করনীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply