বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের অ্যাডাম জেন্টস্ পার্লারের কর্মচারী আসেদুল রনিকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত রনি নওগাঁ সদরের জয়নুদ্দীনের ছেলে। নিহতের বোন ঝর্ণা বেগম তার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। বৃহস্পতিবার মধ্য রাতে মহানগরের জোড়পুকুর পাড় এলাকার ওই পার্লারে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্য জানান, মধ্য রাত (সাড়ে ১২ টায়) কয়েকজন লোক রনিকে নিয়ে হাসপাতালে আসে। রনি মারা গেছে শুনে তাকে (রনিকে) নিয়ে আসা লোকজন লাশ ফেলে পালানোর চেষ্টা করে। পরে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আরো তিন সহযোগীকে আটক করে।
আটকৃতরা হলো অ্যাডাম জেন্টস্ পার্লারের কর্মচারী আল-আমিন (১৯), রিমন (২০), লাইজু (২৫), রিমন (১৮) এবং আজিজুর (২৫)।
নিহতের বোন ঝর্ণা বেগম জানান, আসেদুল রনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে গাজীপুর মহানগরের দক্ষিণ বরুদা এলাকায় ভাড়া থেকে জোড় পুকুর পাড় এলাকার অ্যাডাম জেন্টস্ পার্লারে কাজ করতেন। আটকৃতরা পার্লারের ভিতর তার ভাইকে পিটিয়ে হত্যা করে হাসপাতালে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে সে হাসপাতালে এসে তার ভাইয়ের লাশ দেখতে পায়।
গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) প্রণয় ভূষণ দাস জানান, মৃত অবস্থায় রনিকে এ হাসপাতালে আনা হয়েছিল। নিহত রনির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
গাজীপুর মেট্টো পলিটন পুলিশের (জিএমপি) সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমির চন্দ্র সূত্রধর জানান, নিহত রনি এবং অভিযুক্ত আটককৃতরা অ্যাডাম জেন্টস্ পার্লারে এক সাথে কাজে করতো। আটকৃতদের মধ্যে লাইজুর ননদকে রনি উত্ত্যক্ত করতো। এ অভিযাগে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply