বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জ থেকে আজিজুল ইসলামঃ— গত ৩ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার সংবাদ সংগ্রহের করার সময় জানা যায় দোয়ারা বাজারে অনেক বাড়ির টিউবওয়েলে দেখা যাচ্ছে শ্রম-বিহীন পরছে গরম পানি। রহস্যময় এ পানি কোথা থেকে এলো তা কেউ বলতে পারছে না। কেউ বলছে মাটির নিচে থাকা চুনাপাথরের, কেউ বলছে আল্লাহর রহমত। আবার কেউ বলছে হাজার বছর পুরোনো কোনো গ্যাসের চাপে, এই গ্রামের টিউবওয়েলের পানি পরছে।
এ রহস্যময় ঘটনা নিয়ে চলছে পুরো গ্রামব্যাপী তোলপাড়। হাজার হাজার মানুষ ছুটছে সে দৃশ্য দেখার জন্য। ঘটনাটি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার মান্নার গাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জালাল পুর গ্রামে।
জালালপুর গ্রামের আব্দুল বাছির মিয়া বলেন, এই গ্রামে পানির টিউবওয়েল বসানোর পর থেকেই মানুষের শ্রম ছাড়াই এই গরম পানি পরছে। গ্রামের মানুষ টিউবওয়েলের পানি কাপড় ধোয়ার কাজে ব্যাবহার লাগাতেন কিন্তু পরীক্ষার মাধ্যমে এখন খাবার কাজেও ব্যাবহার করছি ।
স্থানীয় বাসিন্দা আনিস মিয়া বলেন, আমরা প্রথমে অনেক ভয়ের মধ্যেই কাঠিয়েছি, রাতের বেলা টিউবওয়েলর কাছে যেতাম না। বাচ্চাদেরও কাছে যাওয়ার জন্যে নিষেধ করতাম। কিন্তু গ্রামের অনেকের বাড়ির টিউবওয়েলে খুজের মাধ্যমে জানতে পারলাম গ্রামের অনেক টিউবওয়েলের একই অবস্থা । তাই আমরা এই বিষয়টা সাধারণ ভাবেই দেখে থাকি। এমন কি এই টিউবওয়েলের গরম পানি আমাদের বিভিন্ন কাজে লেগে থাকে কষ্ট করে পানি গরম করতে হয় না। এবং তিনি আরো বলেন, এটা আসলে কী কারণে আমরা বুঝে উঠতে পারছি না। এই গরম পানি দেখে অনেক লোকজন অনেক কথা বলে। কেউ বলে গ্যাসের প্রভাব, কেউ বলে নিচে চুনাপাথরের খনী রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply