মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন
সিরাজগঞ্জ থেকে এসএম আশরাফুল ইসলাম জয়ঃ—’’পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার, শিক্ষায় বন প্রতিবেশ গড়বে আধুনিক বাংলাদেশ।” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে ফলদ বনজ বৃক্ষরোপন অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।
আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ মুক্তির সোপানে জেলা প্রশাসন বন বিভাগ ও জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইউসুব আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল হক, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। এসময় স্কুল কলেজের শিক্ষার্থীরা মেলায় উপস্থিত ছিলেন। মেলায় ফলদ বনজ ও ঔষধি গাছের মোট ৪৩ টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নার্সারীর মালিকরা ফল, ফুল, ঔষধীসহ বিভিন্ন জাতের চারা গাছ মেলার স্টলে সুসজ্জিত করে রেখেছেন।
মেলার উদ্বোধনী শেষে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরন করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply