মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
নাটোর থেকে মেহেদী হাসান তানিমঃ— নাটোরের বড়াইগ্রামে ৩১২ বোতল ফেনসিডেল উদ্ধারসহ ২ জনকে আটক করেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ। গত রাত ১ টা ৩০ মিনিটের দিকে বনপাড়া-হাটিকুমরুল মহসড়কের বনপাড়া বাইপাস এলাকার ফাইভ ষ্টার হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মরুপদহ গ্রামের ইকতার আলীর ছেলে সজিব (১৯) ও গাঙ্গা তোলা গ্রামের আব্দুল মান্নান ছেলে মিজানুর (২০)।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে গতরাতে কুষ্টিয়া ছেড়ে আসা জে আর পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৬৮৯০) বাসের বাংকারে ৪টি স্কুল ব্যাগ থেকে ৩১২ বোতল ফেনসিডেল উদ্ধার করা হয়। আটকব্যাক্তিরা ব্যাগগুলো নিজেদের এবং ঢাকায় নিয়ে বিক্রয় করার কথা বলে স্বীকার করেছে। অপর ২ জন পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করণের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, বনপাড়া হাইওয়ে থানার সার্জেন সরোয়ার জাহান বাদী হয়ে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করে আটক ব্যাক্তিদের থানা পুলিশির মাধ্যমে জেল হাজতের পাঠানোর হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply