রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
নরসিংদী (শিবপুর ) থেকে ইলিয়াছ হায়দারঃ— যথাযোগ্য মর্যাদায় শিবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালী বের হয়। এ বছর দিবসটির মুল শ্লোগান “বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা”।
উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠ থেকে র্যালীটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় র্যালীতে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্বা আজিজুর রহমান খান ভুলু মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঙ্গুর মৃধা, সাধারন সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিলসহ শিক্ষক, সরকারি কর্মকর্তা কর্মচারি বৃন্দ র্যালীতে অংশ নেয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply