সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— ঠাকুরগাঁওয়ে আবারো সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১ ও আহত হয়েছে অন্তত ১৮ জন।এক বাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
সোমবার (০৯ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে সদর উপজেলার বিজিবি সেক্টর হেডকোয়ার্টার সংলগ্ন হাজির মোর নামক স্থানে ঢাকা থেকে আসা হানিফ পরিবহনের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লাগলে এ সময় ঘটনাস্থলেই মারা যান সেফালি বেগম (৪৫), তিনি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার শালবাহান এলাকার মফিজুর রহমানের স্ত্রী। এ সময় ১৮ জন আহত হন আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মী ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান ।
ঘটনার পর থেকে প্রায় ৩ ঘন্টা বন্ধ ছিল ঠাকুরগাঁও-ঢাকাগামী রাস্তার যান চলাচল। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply