বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জ থেকে আজিজুল ইসলামঃ— সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুরে উপজেলার বিভিন্ন বাজারের চায়ের দোকানে চলছে জুয়ার আড্ডাখানা, তেমনি দেখা যায়, উপজেলার, বাঘবেড় বাজার, জিনারপুর বাজার, ভাদেরটেক বাজার, মথুরকান্দি বাজার, চিনাকান্দি বাজার, ধনপুর বাজার, পলাশ বাজার সহ, সবকটি বাজারে চায়ের দোকানে চলছে জুয়ার এমন আড্ডাখানা।
এলাকা সূত্রে জানা যায়, এলাকার সম্মানিত ব্যক্তিরা বারবার নিষেধ করলেও তাদের কথার কোন পাত্তাই দিচ্ছে না জুয়াখোরদের দল। এলাকা সূত্রে আরও জানা যায়, ঐ জুয়াখোরদের কারণে নষ্ট হচ্ছে যুবসমাজ, নষ্ট হচ্ছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ, এলাকা ঘুরে জানা গেছে, জুয়াখোররা টাকা হেরে গিয়ে তাদের স্ত্রীদেরকে মারধর করে। এমতাবস্থায় স্বামীর ঘর করছে অনেক নারী, সহ্য করতে হচ্ছে তাদের অমানবিক নির্যাতন।
এবিষয়ে কয়েকটি বাজারের সভাপতি বলেন, আমরা তাদেরকে জুয়া খেলতে অনেকবার নিষেধ করেছি কিন্তু তারা কোন বাধা মানছেনা এবং বাজারের দোকানদাররাও তাদেরকে সুযোগ করে দিচ্ছে খেলার জন্য। সভাপতিরা আরও বলেন, এসব লোকদের কারণে আমাদের লোক সমাজ নষ্ট হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিৎ। অন্যদিকে বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমানের বক্তব্যে বলেন, জুয়ার বিষয় গুলো আমার আমলে নেই।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply