বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ঐতিহাসিক মোঃ মতিউর রহমানের নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে মতিউর রহমান নামে সড়ক উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসান।
সড়ক উদ্বোধনে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিআরএল) মোঃ মুঞ্জুরুর রহমান, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান হামদু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রওশন করিম, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, হোসেন্দী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রকিব উদ্দিন মোশায়ের, হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, হোসেন্দী শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রউফ, পাকুন্দিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোমতাজ উদ্দিন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক মোঃ এমদাদুর রহমান, পাকুন্দিয়া রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু সহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোহাম্মদ মতিউর রহমান এর আদী পুরুষ শেখ মোহাম্মদ গউস পারস্য বংশোদ্ভূত ছিলেন। অন্বেশন শেখ মোহাম্মদ গউস পারস্য হইতে বঙ্গদেশে আগমন করেন। পাঠান বীর ঈশাখাঁর অনুগত বাহীনির সদস্য বা সহচর হিসেবে শেখ মোহাম্মদ গউস ঐতিহাসিক এগারসিন্দুর এলাকায় অবস্থান গ্রহণ করেন। তিনি বাংলা, ইংরেজী, আরবি, উর্দু, হিন্দী ও ফারসি ভাষা লিখতে ও পরতে পারতেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply