বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার সাতই মার্চের ভাষণ প্রতিযোগিতায় উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলার শিশু শিক্ষার্থী ভাষণ কণ্যা সাবিকুন্নাহার মাঈশা জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে।
আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় পর্যায়ে সাতই মার্চের ভাষণ প্রতিযোগীতা-২০১৯ অনুষ্ঠিত হবে। সেখানে সাবিকুন্নাহার মাঈশা অংশ নেবে বলে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ১৬ মার্চ সাতই মার্চের ভাষণ প্রতিযোগিতায় বরগুনা জেলা পর্যায় অংশ গ্রহন করে সে প্রথম হওয়ার সৌভাগ্য অর্জন করে। এর আগে গত ৭ মার্চ উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় মাইশা প্রথম হিসেবে নির্বাচিত হয়। বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার জানান, মাঈশার এ সাফল্যে শিক্ষা বিভাগ গর্বিত। মাঈশা এখন এলাকায় ভাষণ কণ্যা হিসেবে পরিচিতি পেয়েছে।
মাঈশা বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা আব্দুল হালিম বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আর মা সাবিনা ইয়াসমিন নিপু বেতাগী গার্লস সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানায়, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মর্চের ভাষণ ক্ষুদে শিক্ষার্থী মাঈশার কন্ঠে শুনে সবাইকে সত্যিই মুগ্ধ করেছে। মাঈশা বরগুনা জেলাবাসীর মুখ আরও উজ্বল করবে এমনই প্রত্যাশা করি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply