বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
যশোর (বেনাপোল) থেকে মোঃ রাসেল ইসলামঃ— বেনাপোল স্থল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি রপ্তানি বানিজ্য বন্ধ। বুধবার (১৮/০৯/১৯ইং) তারিখ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে সকল প্রকার আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশ।
ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, ভারতে বিশ্বকর্মা পুজা উপলক্ষে বুধবার দু-দেশের মধ্যে সকল প্রকার আমদানি রফতানি বন্ধ রয়েছে।
বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার উত্তম চাকমা আমদানি রফতানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আমাদের একটি চিঠি দিয়ে বিষয়টি অবগত করেছেন।
আগমীকাল বৃহস্পতিবার (১৯/৯/১৯ইং) তারিখ সকাল থেকে দু-দেশের মধ্যে পুনরায় আমদানি রফতানি বাণিজ্য সচল থাকবে। বেনাপোল বন্দর ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে ৭/৮’শ পণ্য বোঝাই ট্রাক আটকে আছে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply