বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— বরগুনার বেতাগীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ-১৭ হোসনাবাদ ইউনিয়ন একাদশ ৪-৩ গোলে বেতাগী ইউনিয়ন একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪.০০ টায় বেতাগী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দর্শকদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় ভরে যায়। স্কুল ভবনের বিভিন্ন তলার বেলকনিতে, আশেপাশের বাড়ীর ছাদে ও গাছে উঠেও খেলা দেখেছে অনেক দর্শক। এদিকে মারামারি ও কোন ধরনের সংঘর্ষ এড়াতে মাঠের চারপাশে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। প্রথম ও দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের খেলা অমিমাংশিত থাকায় অতিরিক্ত সময় দেওয়া হয়। এতেও গোল শুন্য অবস্থাতেই শেষ হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে
৪-৩ গোলে চ্যাম্পিয়ন হয়ে হোসনাবাদ একাদশ বিজয়ী হয়।
খেলা পরিচালনা করেন জেলা ক্রিড়া সংস্থার সহ সম্পাদক ও জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সদস্য মোঃ জসিম উদ্দিন।
৭ সেপ্টেম্বর এ টুর্নামেন্ট শুরু হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসানের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, উপজেলা ক্রিড়া পরিষদের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনু ও স্কাউট সম্পাদক লুৎফর রহমান স্বপন প্রমুখ।
এ টুর্নামেন্টে উপজেলার একটি পৌরসভাসহ ৭টি ইউনিয়নের মোট ৮টি দল অংশ নেয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply