মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
নাটোর (গুরুদাসপুর) থেকে মেহেদী হাসান তানিমঃ— নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নারি সহ ৪ জন আহত হয়েছেন। দুই জনকে গুরুতর অবস্থায় রাজশাহী, মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে, উপজেলার পৌর সদরের নারিবাড়ী মোড়ে, রাস্তার মাঝে অবৈধ বালুর বিটের সাথে ধাক্কা লেগে, এই দুর্ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের মোল্লাবাজার এলাকার জান মামুদ মোল্লার ছেলে জয়নাল মোল্লা, সরাফত সরকারের ছেলে শামিম সরকার, নাজির হোসেনের স্ত্রী নুরুন নাহারসহ আরো এক অজ্ঞাত ব্যক্তি।
এলাকাবাসী বলেন, পুকুর ভরাট করার জন্য বালুর পাইপ টানা হয়েছে রাস্তার মাঝ দিয়ে। পাইপটি ঢাকার জন্য বালু দিয়ে তৈরি করা হয়েছিলো একটি উচু বিট। মোল্লাবাজার থেকে চাচকৈড়গামী একটি অটোভ্যান, ও একটি মোটরসাইকেল ওই বিটের সাথে ধাক্কা লেগে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের দেখতে ও তাদের পরিবারকে সমবেদনা জানাতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা।
পরে তিনি ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও গুরুদাসপুর থানা পুলিশের সহযোগিতায়, রাস্তার মাঝে অবৈধ ভাবে স্থাপন করা বিট ও বালুর পাইপ অপসারন করেন। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, আবাসিক মেডিকেল অফিসার, ডা. রবিউল করিম শান্ত বলেন, আহত চার জনের মধ্যে দুই জনকে এখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকি দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চলাচলের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply