শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ–– পটুয়াখালী মহিলা আনসার ক্যাম্পের আত্মসমর্পণকৃত দরিদ্র মাদকসেবী ও মাদকব্যবসায়ীদের পুণর্বাসন কর্মসূচি ও বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী জেলা পুলিশ সুপার, পিপিএম-সেবা মোহাম্মাদ মঈনুল হাসান।উপস্থিত ছিলেন সদর থানা ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও বিট অফিসার এসআই মোঃ হাসান বশির, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ সহ এলাকার সাধারন জনগণ।
সন্ধ্যা ৬ টায় মহিলা আনসার ক্যাম্পের বিট পুলিশিং কার্যালয় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জনাব মোঃ মঈনুল হাসান (পিপিএম)।এ সময় তিনি সকলকে মাদক সন্ত্রাস ইভটিজিং বাল্যবিবাহ নারী ও শিশু নির্যাতন রোধে পুলিশকে তথ্য দিয়ে জনগণের সহায়তা আশা প্রকাশ করেন । এতে করে অপরাধ কমবে বলে আশা প্রকাশ করেন । তিনি আরো বলেন, সিকারেট, বিড়ি খাওয়া মানুষই মাদকে আশক্ত হবার প্রবনতা বেশী । এতে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ সহ এলাকার সাধারন জনগণ।
শেষে আত্মসমর্পণকৃত মাদকসেবীদের পুনর্বাসনের জন্য চায়ের দোকানের ব্যবসা করার জন্য ফ্লাক্স, বিস্কুট, চানাচুর, সাবান সহ অন্যান্য উপকরণ বিতরণ করেন জনাব মঈনুল হাসান ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply