বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
সুনামগঞ্জ থেকে আজিজুল ইসলামঃ— সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে বিশেষ কায়দায় কোল বালিশে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৩৫ হাজার টাকা।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জ গণমাধ্যম কে জানায়, তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির একটি চৌকস টিম সীমান্তগ্রাম লালঘাট পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে দুলালের বসতঘর ও তার হাঁস মুরড়ি পালনের খোয়ার থেকে কোলবালিশ হতে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। জানা যায়, বিজিবির অভিযান চলছে এমন খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসায়ী দুলাল ও তার সহযোগীরা শিশুদের কোলবালিশের ভেতরে গাঁজাগুলো ভরে লুকিয়ে রেখে পালিয়ে যায় ।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যম কে জানান, এর সঙ্গে জড়িত থাকা ৩ জন কে পলাতক আসামি দেখিয়ে তাহিরপুর থানায় মামলার প্রস্ততি চলছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply