মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) থেকে মোঃ আব্দুস সোবহানঃ— গাইবান্ধার গোবিন্দগঞ্জে এলজিইডি’র অর্থায়নে ১১ কোটি ৩৩ লক্ষ ৯শ ৮ টাকা ব্যায়ে দুটি রাস্তা পাকা ও প্রসস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী এ কাজের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌর মেয়র আতাউর রহমান সরকার। উদ্বোধন উপলক্ষে মহিমাগঞ্জ ও কাটাবাড়ীতে পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মজিবর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ নেতা খুরশীদ আলম পলাশ, শ্রমিক নেতা ফারুক হোসেন ফটু, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিক, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, কাটাবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান দিদারুল হক প্রধান, যোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ প্রমুখ।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ জানান, এলজিইডি’র অর্থায়নে ৯ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৬শ ২৬ টাকা ব্যায়ে মহিমাগঞ্জ-সোনাতলা ৮ কিলোমিটার পাকা রাস্তা ১২ ফুট থেকে ১৮ফুট প্রসস্তকরণ এবং ১ কোটি ৯৮ লাখ ৫১ হাজার ২শ ৮২ টাকা ব্যায়ে কাটাবাড়ী ইউনিয়নের বেতারা স্কুল সংযোগ সড়কে ২ কিলোমিটার রাস্তা পাকা করণ করা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply