মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
রাবি থেকে উজ্জ্বল হোসেনঃ— রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চতুর্থ জাতীয় বিজ্ঞান উৎসব শুরু হচ্ছে আগামী শনিবার। দুই দিনব্যাপী (২৮ও ২৯ সেপ্টেম্বর) এ উৎসবের আয়োজন করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি)। বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডীন্স কমপ্লেক্সে আরইউএসসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আকবর হুসাইন। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরি এম জাকারিয়া।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এবারের উৎসবে থাকছে প্রাজেক্ট শো, সায়েন্স অলিম্পিয়াড, ৩ মিনিট প্রেজেন্টেশন, সায়েন্টিফিক বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন ও ৬ডি মুভি প্রদর্শনীসহ মোট ১০ টি ইভেন্ট। এছাড়াও থাকছে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজন। অলিম্পিয়াড ও অন্যান্য প্রতিযোগিতাগুলো বিশ্ববিদ্যালয়ের ডীন্স কমপ্লেক্স ও বিজ্ঞান ভবনগুলোতে অনুষ্ঠিত হবে।
ক্লাবের উপদেষ্টা ও রসায়ন বিভাগের অধ্যাপক মোঃ তারিকুল হাসান বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তরুণ জনগোষ্ঠীকে সঠিক বিজ্ঞান চর্চা করতে হবে। বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় নিবন্ধিত এই ক্লাবটি যাত্রার শুরু থেকেই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিজ্ঞান চর্চায় উৎসাহিত করে আসছে। এরই ধারাবাহিকতায় এই উৎসব আয়োজন করা হয়েছে।
বিজ্ঞান উৎসবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। নিবন্ধন করতে ক্লাবের ওয়েবসাইট (www.rusc.org.bd/fsf) অথবা ক্লাবের বুথে নিবন্ধন করা যাবে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২ পর্যন্ত। সাধারণ দর্শনার্থীদের জন্য উৎসব উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সভাপতি দ্বীপ অধিকারী, সাবেক সভাপতি আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply