মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন
রাঙ্গুনিয়া থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— চট্টগ্রামে নগরীতে সড়ক দূর্ঘটনায় নিহত রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবেদা খানম, সহকারী শিক্ষক আমেনা ইয়াছমিন ও সোমা ঘোষে’র উভয়ের স্মরণে শোক সভা আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা সম্মেলন কক্ষে ভূমিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান রন্রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ জহির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব, মাসুদুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভূমি কর্মকর্তা পূর্বিতা চাকমা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দীন, লায়লা বিলকিস, জিসা চাকমা, শিবলু দাশ, বি.এম.জেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর, সৈয়দ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ, সৈয়দ বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন, ঘাখড়া ঘাট বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ প্রমুখ।
প্রসঙ্গত, বিগত ৩ আগষ্ট বিকালে স্কুল শেষে চট্টগ্রাম শহরের বাসায় সিএনজি অটোরিকশায় ফিরছিলেন তারা। যাওয়ার পথে নগরীর বহদ্দার হাট ফ্লাইওভারে তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা মারে কাভার্ড ট্রাক। ঘটনাস্থলে একই স্কুলের সহকারী শিক্ষিকা আমেনা আক্তার ঘটনাস্থলে নিহত হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোবেদা খানম, সহকারী শিক্ষিকা সোমা ঘোষ আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু বিগত (৯ আগষ্ট) শুক্রবার রাত নয়টার দিকে চট্টগ্রাম নগরীর ট্টিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছিল জোবাইদা খানম। ঠিক দীর্ঘ ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন সোমা ঘোষও।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply