বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে রাসেলঃ— মৌলভীবাজারের মনুব্রিজ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের কিনার ঘেঁষে দুর্গাপূজার মঠ তৈরির উদ্যোগ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। স্মৃতিস্তম্ভের পবিত্রতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। ১৯৭১ সনের মুক্তিযুদ্ধকালে মনু নদীর পুরাতন ব্রিজে হানাদার বাহিনীর প্রদর্শনী হত্যাকাণ্ড এবং বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সমর্থকদেরকে ধরে এনে ব্রিজের উপর হত্যা করে নদীতে ফেলে দেয়ার ঘটনাকে অম্লান রাখার লক্ষ্যে পুরাতন ব্রিজের সংযোগ স্থলে তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তাবনায় এবং এলজিইডির তত্ত্বাবধানে ৬৫ লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে অতিসম্প্রতি।
জানা গেছে, দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভটি নির্মাণ কালে স্থানীয় ‘হরিজন যুব সংঘ’ আপত্তি এনেছিল। সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন পুরাতন মনুিব্রজের সংযোগস্থল দখল করে কথিত ‘হরিজন যুব সংঘ’ এখানে প্রতিবছর দুর্গাপূজার মঠ তৈরি করে পূজা আয়োজন করে আসছিল। এই অজুহাতে এখানে স্মৃৃতিস্তম্ভ নির্মাণে আপত্তি এসেছিল তাদের পক্ষ থেকে। কিন্তু এ আপত্তি ডিঙ্গিয়ে ঠিকাদার পক্ষ দ্রুতগতিতে কাজ সম্পন্ন করে। এই অন্তরাল বাদপ্রতিবাদের জের হিসেবে ‘হরিজন যুব সংঘ’ স্মৃতিস্তম্ভের কিনার ঘেঁষে দুর্গাপূজার মঠ তৈরি করে পূজার আয়োজন করছে।
এ ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিং ছাড়াও মৌখিকভাবে আপত্তি উপস্থাপন করা হয়েছে। তারপরও কোন সূতারটানে কি হচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না।
বর্ষীয়ান এক মুক্তিযোদ্ধা বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ অঙ্গণে মঠস্থাপন করে পূজা আয়োজনের দৃষ্টান্ত নজির বিহীন এবং মুক্তিযুদ্ধের মূল চেতনার পরিপন্থী। তার বিরূপ প্রতিক্রিয়া অবশ্য থাকবে। আজ এখানে হচ্ছে পূজা, কাল আরেক পক্ষ করতে যাবে ওয়াজ মাহফিল, আরেক পক্ষ করতে যাবে তাফসিরুল কোরআন মাহফির, এভাবে চললে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের বারোটা বাজবে এর একটি স্থায়ী সমাধান হওয়া জরুরি মনে করেন সচেতন মহল।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply