বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— বরগুনার বেতাগীতে একই গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত ২০ জনের মধ্যে বিশ্বেশ্বর বেপারী (৮৫) মৃত্যুর পরে নতুন করে আক্রান্ত ২জনের মধ্যে সাধনা রানী (৫০) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাত টায় মারা যায়। আর শংকর মিস্ত্রি (৩৫) হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরেছে।
জানা গেছে, উপজেলার পশ্চিম জোয়ার করুনা গ্রামের সুসান্ত ঘরামীর ছেলে নিলয় (৮), খোকন ঘরামীর ছেলে হৃতম (৭), মন্দিন্দ্র ঘরামীর স্ত্রী শিখা (৫০), বিধান বেপারীর স্ত্রী হাসি (৩৪), শৈলেন হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (১০), পঞ্চানন (১৬) ও স্ত্রী নিপু রানী (৪৪), বাসুদেব ঢাকীর মেয়ে বর্না রানী (১৭), স্ত্রী সুগন্ধ্যা রানী (৫০), উত্তম ঘরামীর মেয়ে মনিষা (৭), স্ত্রী বিষ্ণু রানী (২৮), সঞ্জয় বড়ালের ছেলে সবুজ বড়াল (১৯), বিমল চন্দ্র ঘরামীর স্ত্রী মঞ্জু রানী (৫৮), কালী কান্ত ঢাকীর ছেলে সমীর ঢাকী (৫০), বিশ্বেশ্বর বেপারীর ছেলে বীরেন বেপারী (৪৯) ও সারদা কান্ত বেপারীর ছেলে অবিনাশ বেপারী (৬০) সহ ২০ জন গত আগষ্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এবং নতুন করে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয় বলে ওইসব পরিবার দাবি করেছে।
বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা তেন মং জানান, গতকাল দুপুর পর্যন্ত তার কাছে ডেঙ্গুতে এ উপজেলায় ৩০ জন আক্রান্তের তথ্য রয়েছে কিন্তু ওই গ্রামে নতুন করে ডেঙ্গুতে মৃত্যু কিংবা আক্রান্তের কোন তথ্য তার জানা নেই।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply