মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে গলাচিপা থানা এলাকায় পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছে গলাচিপা থানাপুলিশ।
সোমবার বেলা ১১ টায় গলাচিপা থানার অফিস চত্তরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী পুলিস সুপার সার্কেল হাফিজুর রহমান, সহকারী কমিশনার ( ভূমি ) সুহৃদ সালেহীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, পূজা উৎযাপন কমিটির সভাপতি মনিন্দ্র পাল, সাধারন সম্পাদক তাপস দত্ত। কালীবাড়ি কমিটির সভাপতি দিলীপ বনিক, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, গলাচিপা রিপোটার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমূখ।
এছাড়া পূজা উৎযাপন কমিটির বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ। তাদের স্ব-স্ব এলাকার সমস্যা নিয়ে কথা বলেন। এ সময় পুলিশের পক্ষ থেকে তাদের নির্বিঘ্নে পূজা উৎযাপনের আশ্বাস প্রদান করা হয়। গলাচিপা উপজেলা ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২৬ টি পূজা মন্ডবের সভাপতি-সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply