সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ–– অহিংসায় বুনি সম্প্রতির দেশ স্লোগানকে সামনে নিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে আর্ন্তজাতিক অহিংস দিবস। বেসরকারী উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে সকাল ১১টায় স্থানীয় পুলিশ ক্লাব মার্কেটের সামনে শান্তির প্রতিক পায়রা ও ফেস্টুন উড়িয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন কাজী কানিজ সুলতানা হেলেন এমপি।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা বিএনপির সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক খায়রুল আলম মামুনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের তিন শতাধীক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরে একটি র্যালী বর্নাঢ্য সাজে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর মল্লিকা পার্টি সেন্টারে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য,পলিটিক্যাল ফেলো এবং গণমাধ্যম কর্মীদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আগামী দিনের বাংলাদেশ যেন অহিংস বাংলাদেশ হয়, আগামী প্রজন্ম যেন একটি সুখা সমৃদ্ধশালী বাংলাদেশ পেতে পারে তার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply