মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
সিলেট থেকে জয়নাল আযাদঃ— কানাইঘাটে সুরমা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক সৌদি প্রবাসীর মৃত্যুর হয়েছে ঘটনাটি বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার দর্জিমাটি গ্রামের পৃর্ব পাশে সুমরা নদীতে এই ঘটনা ঘটে। নিহত প্রবাসী দর্জিমাটি গ্রামের আব্দুল হান্নানের পুত্র সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান হাবিব।
জানা যায়, বুধববার সকালে সৌদি থেকে ছুটিতে আসা হাবিবুর রহমান সখের বসে সুরমা নদীতে রোঙ্গা তুলতে গিয়ে নৌকা ডুবির কবলে পড়েন। নৌকা ডুবার সময় রোঙ্গার রশি তার পায়ে পেচিয়ে গেলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। পরে রশি পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা কানাইঘাট থানা পুলিশ কে অবগত করলে কানাইঘাট থানার ওসি তদন্ত আনোয়ার জাহিদ থানার এস আই লিটন মিয়াকে সাথে নিয়ে ঘটনাস্থল পরির্দশন করেন এসময় উপস্তিত ছিলেন দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টস জয়নাল আযাদ, যুবলীগ নেতা ঈসমাল আলী সহ এলাকার বিপুল সংখ্যক মানুষ।
এদিকে হাবিবুর রহমানের মৃত্যুতে তার পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। পরিবার-পরিজন বার বার মুর্চা যাচ্ছেন। হাবিবুর রহমানকে শেষ বারের মত এক বার দেখতে এলাকার শত শত মানুষ ভিড় করছেন।তবে এই রিপোর্টা লেখা পর্যন্ত লাশ দাফন করা হয়নি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply