বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) থেকে মোঃ আবদুল জববারঃ— বাঁশখালী মিয়ার বাজারে মূল্য নিয়ন্ত্রণে আনার জন্য যৌথ অভিযান পরিচালনা করেছেন বুধবার বিকালে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি আল বশিরুল ইসলাম। বুধবার বিকাল ৫ ঘটিকায় শুরু হয় এই অভিযান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার মোট ৬ টি মুদির দোকানকে সতের হাজার টাকা জরিমানা করেন। তাদের মধ্যে কোন দোকানে মূল তালিকা না থাকায় এই জরিমান করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোট তিনটি মুদির দোকান কে দশ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, আপনারা জানেন পুরো বাংলাদেশ পিয়াজ নিয়ে যে মূল্যের ঊর্ধ্বগতি দেখা দিচ্ছে এটা নিয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে এবং নিজ উদ্যোগে এই অভিযান পরিচালনা করেছি। এই অভিযান সারা বছর অব্যাহত থাকবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply