বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
সিলেট (হবিগঞ্জ) থেকে মোহাম্মাদ শাহ্ আলমঃ— গর্তে পড়ে উল্টে গেছে যাত্রীবাহী ইজিবাইক। হবিগঞ্জ পইল রোডে বৃষ্টি, জলাবদ্ধতা কারণে কোথাও খানাখন্দ, কোথাও পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরা এসব সড়কে চলাচলে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিদিন প্রায় গাড়ি উল্টে ঘটছে দুর্ঘটনা।
শুক্রবার বিকালে হবিগঞ্জ পইল রোডে একটি টমটম ইজিবাইক উল্টে যায় এতে ৬ যাত্রী গুরুত আহত হয়েছে তাদের কে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা তবু কারো নজরে পরেনি সড়কটি, প্রায় প্রতিদিনই সবচেয়ে ব্যস্ততম এ রাস্তায় দুর্ঘটনা ঘটে, উল্টে যায় গাড়ি বলে জানান তারা।
এলাকার ভুক্তভোগীদের বক্তব্যে ইজিবাইক চালক শাহিদ মিয়া বলেন, দীর্ঘদিন ধরে ওই সড়কটি যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে আছে। প্রায়ই সড়কে আটকা পড়ছে যানবাহন। গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে অনেক। অথচ সড়ক সংস্কার করা হচ্ছে না।
আর কত গাড়ি উল্টে গেলে সংস্কার হবে সড়কটির এমন প্রশ্ন তার।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply