রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— ঠাকুরগাঁওয়ে রবিউল ইসলাম বাবু নামের এক রিক্সা চোরকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। শনিবার সন্ধ্যা ৬ টার সময় ঠাকুরগাঁও পৌরসভার আর্টগ্যালারি মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রিক্সা চোর রবিউল ইসলাম বাবু মুন্সিপাড়া মহল্লার মাজেদুর রহমানের ছেলে।
চুরি হওয়া রিক্সার মালিক রিক্সা চালক আবুল হোসেন জানান, আজ সকালে আমি বাজার থেকে বাড়ির সামনে রিক্সা রাখি। এসে দেখি আমার রিক্সাটি নাই৷ আমার ছেলে আমাকে বলে বাবু তাকে ধাক্কা দিয়ে নিষেধ করা সত্বেও রিক্সা নিয়ে চলে গেছে৷ পরে স্থানীয় লোকের সহায়তায় বাবুকে আমরা খুঁজে বের করি। পরে থানায় খবর দিলে পুলিশ আসে এবং তাকে সবার উপস্থিতিতে পুলিশের হাতে সোপর্দ করি।
চুরি করার কথা স্বীকার করে বাবু বলেন, কোন এক মাছের ব্যবসায়ীর কাছে মাত্র ১ হাজার টাকার বিনিময়ে সে রিক্সাটি হস্তান্তর করে।
এ বিষয়ে সদর থানার এসআই ফেরোজা আক্তার বলেন, রিক্সার চোর বাবুকে জনগণ পুলিশে সোপর্দ করেছে৷ এখন আমরা রিক্সাটি উদ্ধারের জন্য কাজ করছি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply