মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
নাটোর (সিংড়া) থেকে রবিন খানঃ— নাটোরের সিংড়ায় আসন্ন দলীয় কাউন্সিলে সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন আওয়ামী লীগের ফের সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা।
বুধবারে সিংড়া উপজেলা আ.লীগের কার্যালয় হতে উপজেলা আ.লীগের সভাপতি এড. শেখ ওহিদুর রহমানের কাছ থেকে সাধারণ সম্পাদক পদে দলীয় ফরম উত্তোলন করেন চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা।
চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একটি সভ্রান্ত আওয়ামী পরিবারের মৃত নুর আহমেদ মৃধার পুত্র রশিদুল ইসলাম মৃধা । আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই রশিদুল ইসলাম এর পুরো পরিবার বংশানুক্রমে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
দলের দুঃসময়েও তারা দৃঢ়ভাবে আ.লীগের পাশে থেকেছেন।ইউনিয়ন আ.লীগের নেতা কর্মিদের আপদ-বিপদে সব সময় পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে আসছে। চামারী ইউনিয়ন আওয়ামী লীগের ফের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার বিষয়ে রশিদুল ইসলাম বলেন,
আমার বাবা দল করতে গিয়েই ঐ জামাত বিএনপির দোসররা ২৭/১২/১৯৯৫ সালে আমার বাবা ও বড়ভাইকে হত্যা করেছে। ১৯৯৪ সাল থেকে ছাত্র রাজনীতি যাত্রা শুরু। চামারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ছিলাম, তারপরে চামারী ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম, গত ১৯/১২/২০১২ সালে চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিবার্চিত হই।
২০১৬ সালের ২৮শে মে জনগণের প্রত্যক্ষ ভোটে চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিবার্চিত হয়েছি। আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে চামারী ইউনিয়নের প্রায় ৮৫% মাদক মুক্ত করেছি।
চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের আওয়ামী লীগ ও যুবলীগ-ছাত্রলীগ সহ সকল সংগঠনের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি ফের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সকল নেতাকর্মিদের সাথে নিয়ে চামারী ইউনিয়ন আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে গড়ে তুলবো।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply