মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মোখলেছুর রহমান (৩৫) নামে একজন নিহত ও একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন, আব্দুল কাদির (৬৫), আব্দুস সালাম ওরফে জমসেদ (৫০), আব্দুল হালিম (৫৫), মাহতাব উদ্দিন (৩৫) ও জ্যোৎস্না (৩২) ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের আব্দুল কাদিরে সাথে প্রতিবেশি প্রবাসী ছাইদুর রহমানের স্ত্রী সালমার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। মঙ্গলবার সকালে সালমা তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণ করতে গেলে কাদিরের পরিবারের লোকজন বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সালমার পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে কাদিরের লোকদের ওপর হামলা করে। এতে কাদিরসহ একই পরিবারের ছয়জন আহত হন।
আহতদেরকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় কাদিরের ছেলে মোখলেছ মারা যান। আহত কাদিরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply