শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
পাবনা (ঈশ্বরদী) থেকে মোঃ তুহিন হোসেনঃ— ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের পাকশী ইউনিয়নের রূপপুর পাকার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাকশী রুপপুর পারমাণবিক প্রকল্পের প্রয়োজনে, রেলওেয়ের জমিতে রুপপুর স্হাপন করা দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, অবৈধ স্হাপনা উচ্ছেদ করেন পাকশী বিভাগীয় রেল ও পাবনা জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টা থেকে দুপুর ৩ টা পযন্ত এ অভিযান পরিচালনা করা হয়।এতে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় দপ্তরের প্রকৌশলী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদ বিন আকন্দ ও পাবনা জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল, সড়ক ও জনপথ (সওজ) পাবনার উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী, পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ সহ পাবনা জেলা ও ঈশ্বরদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ মহল জানান, রুপপুর পারমাণবিক প্রকল্পের নিরাপত্তার প্রয়োজনে ইতিপূর্বে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের রুপপুরে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করার জন্য তালিকা তৈরি করে লাল ক্রস চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়। অতঃপর লাল চিহ্নিত দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ এর পরিকল্পনা হলে স্হানীয় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে মাঝপথে উচ্ছেদের বিষয়টি চাপা পড়ে যায়। পরে তাদের চিঠি দিয়ে দখল ছাড়তে বলা হয় এবং উচ্ছেদের পূর্বে থেকে মাইকিং করে তাদের সতর্ক করা হয়। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে সকল নিয়ম অনুসরণ করে অবৈধ দখলদারদের সরকারি লিজ বাতিল করে বাধা বিপত্তি ছাড়াই অভিযান সম্মন্ন করা হলো।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply