বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
আজকের দিগন্ত অনলাইন ডেস্কঃ— গুগেনহেইম মিউজিয়াম (Guggenheim Museum) স্পেনের একটি আশ্চর্য্য নিদর্শন। অ্যাটলান্টিক মহাসাগরের তীরে পাহাড়বেষ্টিত উত্তর স্পেনের বিলবাও শহরে অবস্থিত৷ নির্মাণ কাজ ১৯৯৩ সালে শুরু হয়ে শেষ হয়েছে ১৯৯৭ সালে। শতাব্দীর ৯০-এর দশকে শহরটি ইউরোপের একটি পুরনো ও দুর্বল শহরে পরিণত হলে স্থানীয় অঞ্চলের পৌর সরকার শহর উন্নয়নের জন্য পর্যটন শিল্প উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন করেছে। আর সেই পরিকল্পনাতেই ইউরোপের শিল্পরসিকদের আকর্ষণ করার জন্য ১৯৯৭ সালে নেরভিয় নদীর তীরে গুগেনহেইম মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
গুগেনহেইম মিউজিয়ামের স্থাপত্য ডিজাইন বৈশিষ্ট্যসম্পন্ন এর আকার, কাঠামো ও এটি তৈরিতে ব্যবহৃত কাঁচামাল অসাধারণ বলে বিশ্বের অন্যতম সুন্দর মিউজিয়াম হিসেবে আখ্যায়িত। এটি টাইটেনিয়াম, বেলেপাথর এবং কাঁচ দিয়ে তৈরি। এর ডিজাইনার হলেন মার্কিন স্থাপত্য শিল্পী ফ্রান্ক গেরি (Frank Gehry)। ইউরোপের শিল্পপ্রেমীদের অন্যতম আকর্ষণ এই মিউজিয়ামটি। প্রতি বছর প্রায় দশ লক্ষাধিক পর্যটক গুগেনহাইম জাদুঘর দেখতে আসেন। ফলে বাস্ক প্রদেশের পর্যটন আয় আগের চেয়ে প্রায় ৫ গুণ বেড়েছে। এই মিউজিয়াম শহরের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply