মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
গাইবান্ধা (পলাশবাড়ী) থেকে মাসুদ রানাঃ— গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ১৩ অক্টোবর অনুষ্ঠিত হয়।
এর আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফেরান্স উপজেলা হল রুমে প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হয়।
সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্তর হইতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মেরিনা আপুজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, ৫নং মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,প্রেসকাব সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু প্রমুখ।
সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী রাশেদুল ইসলাম রাশেদ। এরপরে চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply