মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালী ৫০ শয্যাবিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় প্রদত্ত এ্যাম্বুলেন্স সেবার শুভ সূচনা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় এ্যাম্বুলেন্স সেবার শুভ সূচনা উপলক্ষে দোয়া অনুষ্ঠানে পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর সিকদারের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সভাপতি মোঃ মতিউল ইসলাম চৌধুরী । বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা। এরপর দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় জামে মসজিদের খতিব মাওঃ আবু সাইদ।
দোয়া মোনাজাত শেষে ফিতা কেটে ৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতালে এ্যাম্বুলেন্স সেবার শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এসময়
আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সদস্যবৃন্দ, পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসকবৃন্দ, স্টাফবৃন্দ ও সেবা গ্রহিতাগণ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply