বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
বাগেরহাট (মোংলা) থেকে সজল দাসঃ— মোংলা থানায় যোগদান করেই থানা কে দালাল মুক্ত করলেন ইকবাল বাহার চৌধুরী । গত ৮ অক্টোবার ২০১৭ তিনি এ থানায় যোগদান করেন। যোগদান করেই তিনি এই থানা চত্বরকে দালালমুক্ত এবং পুরো থানাকে মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার এক ৩ মাস পূর্ণ হওয়ার পূর্বেই তিনি থানা চত্তরকে দালাল মুক্ত করলেন এই ওসি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দুই বছর ২ মাস দায়িত্ব পালনের পর গত ৮ অক্টোবার ২০১৭ মোংলা থানা যোগদান করেন ইকবাল বাহার চৌধুরী। তিনি যোগদানের পর থেকেই দেখা গেছে থানায় দালালদের দৌরাত্ম্য কমে গেছে। প্রাথমিক অবস্থা দালালদের সতর্ক করে থানায় তদবিরের জন্য না আসতে বলা হচ্ছে। সেবাপ্রার্থীরা দালাল ছাড়াই নির্বিঘ্নে থানায় আসা-যাওয়া করতে পারছেন। থানা মানেই টাকা। একটা সময় দেখা যেত দিগরাজ সহ আসেপাশের এলাকার জমির দাম বেড়ে যাওয়ায় দালালরা ভুয়া কাগজ পত্র তৈরি করে জমি বিভিন্ন জায়গায় বিক্রি করতো। পরে জমিওয়ালারা থানায় অভিযোগ করতে গেলে দালাল গ্রুপ মোটা টাকার বিনিময়ে সমাধানের চেষ্টা করতো। দেখা যেতো সন্ধার পরে থানায় হাট বসতো। সেইটা এখন আর চোখে পড়ে না। সাধারন মানুষের মধ্যে যে ভুল ধারণা ছিল সেটা এখন আর নেই। থানায় কোন কাজ হয়না এমন ধারণা জন সাধারণের।তবে জন সাধারণের সেই ধারণাকে পাল্টে দিচ্ছে মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী ।
এই থানায় সেবা নিতে আসা লোকজন এখন টাকা ছাড়ায় সাধারন ডাইরি ( জিডি ), অভিযোগ ও মামলা অন্তর্ভুক্ত করতে পারছেন । থানায় সেবা নিতে আসা দিগরাজের নাসির বলেন আমার ভাড়াটিয়ার বাসার দিনের বেলা কিছু লোক চুরির উদ্ধেসে যায় । বাসার সিসিটিভি ফুটেজে চোরের ছবি ধরা পড়ে, সেই ছবি ওসি স্যার কে দেখালে ওসি স্যার তাৎক্ষনিক ডিউটি অফিসার কে ডেকে সব অফিসার কে সেই ছবি দেখিয়ে চোরকে ধরার নির্দেশ দেন। এবং আমার নাম, ঠিকানা, মোবাইল নম্বর নিজের ডাইরিতে নোট করে রাখেন, যাতে চুরির মাল উদ্ধার করে আমাকে ফোন করে জানাতে পারেন।
বুড়িরডাঙ্গা ইউনিয়নের টেপামারি গ্রামের সেবাপ্রার্থী মোঃ সুমন বলেন, আমার একটি নসিমন হারিয়ে গেছে আমি থানায় জিডি করতে এসেছি। আগে জানতাম থানায় জিডি বা মামলা করতে টাকা দিতে হয়। ওসি স্যারকে সব বললাম ওসি স্যার আমাকে ডায়েরি করতে বললেন আমি ডাইরী করেছি। কিন্তু আমাকে কোন টাকা দিতে হয়নি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, সেবাপ্রার্থীদের সবধরনের সহযোগিতা করার জন্য থানার সকল অফিসার কে নির্দেশ দিয়েছি। থানা চত্বর কে দালাল মুক্ত করেছি, মোংলা থানা কে মাদকমুক্ত করতে অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply