বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
গাইবান্ধা (পলাশবাড়ী) থেকে মাসুদ রানাঃ— গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নিবার্হী অফিসার মোঃ মেজবাউল হোসেন দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রী নাহিদা আখতার মিম কে মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে নগদ অর্থ প্রদান করেছেন। অসচ্ছল পরিবারের সন্তান মিম এইচএসসি পরীক্ষায় পলাশবাড়ী সরকারি কলেজ থেকে A+ পেয়ে উত্তীর্ণ হয়। পরে ভর্তি পরিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যলয় চান্স পায়।
মিম পৌরশহরের নুনিয়াগাড়ী গ্রামের দরিদ্র বাবা নজরুল ইসলাম ও মাহমুদা বেগম দম্পতির মেয়ে। মিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও প্রয়োজনীয় অর্থাভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে না পাওয়ায় দুশ্চিন্তাগ্রস্ত হয় দরিদ্র পরিবারটি।
বিষয়টি অবগত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.মেজবাউল হোসেন মঙ্গলবার বিকেলে তার কার্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে মিম-এর বাবা-মা’র হাতে প্রথমতঃ নগদ ৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
পরবর্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্নে প্রয়োজনীয় অর্থ প্রদানের প্রতিশ্রুতিসহ এসময় তার উজ্জল ভবিষ্যত কামনা করেন।
৪ ভাই বোনের মধ্যে মিম সবার বড়।এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহায়তা প্রদান সময়ে মিম-এর বাবা – মা ও তার দাদী উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply