বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
রাজশাহী (পুঠিয়া) থেকে আরিফুল রুবেলঃ— ”জীবনের আগে জীবিকা নয়; সড়ক দুর্ঘটনা আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর পুঠিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ শে অক্টোবর) সকালে পবা হাইওয়ে শিবপুর হাট পুলিশ ফাঁড়ির উদ্যোগে র্যালীটি বের করা হয়। র্যালীটি উপজেলা চত্তর হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময়ে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান, পুঠিয়া থানার অফিসার (ওসি) ইনচার্জ মো.রেজাউল ইসলাম, শিবপুর হাট ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহসানুল হক মাসুদ সহ আরও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, সরকার ২২ অক্টোবরকে ‘জাতীয় সড়ক দিবস’ হিসেবে ৫ জুন ২০১৭ সালে মন্ত্রী পরিষদে সভায় সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দিয়েছে। এবছর তৃতীয় বারের মতো দেশব্যাপী সরকারী ভাবে ২২ অক্টোবর জাতীয় “নিরাপদ সড়ক দিবস” পালিত হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply