মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালীতে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট মামলার রায়ে মাদক সম্রাট রুবেল (৩০) কে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন পটুয়াখালীর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু নাসের মোঃ জাহাঙ্গীর আলম।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের এসআই মোঃ রাকিবুল ০৬/০৪/১৬ ইং তারিখ রাত ৯.৪০ মিনিট সময়ে গোপন খবরের ভিত্তিতে শহরের স্বনির্ভর রোডস্থ মন্নান বাবুর্চির বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রুবেলের খাটের তোষকের নীচে নীল রঙ্গের দুটি পলিব্যাগে ৩৭৫ পিচ ইয়াবাসহ রুবেলকে আটক করে র্যাব। ঐ দিন রাতে সদর থানায় আটক রুবেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন র্যাবের এসআই রাকিবুল। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা পুলিশের আইসুশেন চন্দ্র দে ০৪/০৫/১৬ইং তারিখ রুবেল এর বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।
মামলায় ৭ জন সাক্ষী গ্রহনান্তে দোষী সাব্যস্ত হওয়ায় বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক বৃহষ্পতিবার দুপুরে আসামীর অনুপস্থিতিতে উক্ত রায় দেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি আরিফুল হক টিটু।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply