বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
আজকের দিগন্ত অনলাইন ডেস্কঃ— ‘মাছে ভাতে বাঙ্গালি’ তাই বাঙ্গালিদের সব থেকে প্রিয় খাবার হল মাছ। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিন সব কিছুতেই মাছের একটি আইটেম থাকে। তাছাড়া আমাদের প্রতিদিনের খাবারে কম বেশি মাছের আইটেম থাকে। তাই আজকে আমরা আপনাদের মাছের একটি সুস্বাদু রেসিপি দেখাবো তাহলো আদার রসে রুই মাছ। চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন আদার রসে রুই মাছ ।
আদার রসে রুই মাছ রান্নার পদ্ধতিঃ–
উপকরণঃ—>> রুই মাছের টুকরা- ৬টি
>> হলুদ গুঁড়া- ১ চা চামচ
>> মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
>> পেঁয়াজ কুঁচি- ১ কাপ
>> কাঁচা মরিচ ফালিকরা- ৫টি
>> জিরা গুঁড়া- ১/২ চা চামচ
>> ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ
>> লবণ- পরিমাণমতো
>> ধনেপাতা কুঁচি- ১/২ চা চামচ
>> তেল- পরিমাণমতো
>> আদার রস- ২ চা চামচ
>> লেবু পাতা- ৩টি
প্রস্তুত প্রণালীঃ–
১. প্রথমে মাছের টুকরাগুলো ধুয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ মাখিয়ে কিছুক্ষন রেখে দিবো।
২. তারপর একটি প্যানে তেল গরম করে তাতে মাখানো মাছ ভেঁজে নিতে হবে।
৩. ভাঁজি হয়ে এলে মাছ নামিয়ে নিবো।
৪. এবার গরম তেলে পেঁয়াজ কুঁচি দিয়ে বাদামি করে ভেঁজে নিবো।
৫. ভাঁজা হয়ে গেলে অর্ধেক ভাঁজা পেঁয়াজ তুলে রাখবো।
৬. বাকি পেঁয়াজের সাথে একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচা মরিচ ফালিকরা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এবং একটু পানি দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে।
৭. পানি কমে আসলে তাতে ভাঁজা মাছ দিয়ে দিবো এবং তাতে আদার রস এবং আরো একটু পানি দিয়ে অল্প আঁচে রান্না করবো।
৮. তারপর লেবু পাতা দিয়ে দিতে হবে।
৯. হয়ে এলে এতে বাকি ভাঁজা পেঁয়াজ এবং ধনেপাতা দিয়ে পরিবেশন করবো।প
—: সূত্রঃ সাজগুজ :—
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply