মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
আজকের দিগন্ত প্রতিবদক :–– ঢাকার নিকটবর্তী সাভারে বিভিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানগুলোতে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাভার বাজার বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ।
ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে খাদ্য সামগ্রী বিক্রীর এ সকল প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পায়।এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ০৪ টি রেস্টুরেন্টে পচাঁ বাসি ও নোংরা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ সাংবাদিকদের বলেন, অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। ভেজাল খাদ্য পরিবেশন করতে না পারে সে ব্যাপারে আমাদের কঠোর মনিটরিং সেল করা হয়েছে। তিনি আরো বলেন, ভেজাল খাদ্যের বিরুদ্ধে প্রশাসন যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এ অভিযানে শুধু জরিমানা করা হচ্ছে। পরবর্তিতে ভেজাল খাদ্য পরিবেশন করা হলে কারাদন্ডসহ রেস্টুরেন্টগুলো সিলগালা করে দেওয়া হবে। ভোক্তাসাধারনের কথা চিন্তা করে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোজাম্মেল হোসেন, সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম। এদিকে সাভারের ভোক্তাসাধারন, সুশীল সমাজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে সাধুবাধ জানিয়েছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকে সে ব্যাপারে নজর রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply