মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
বাগেরহাট (মোংল) থেকে সজলঃ— ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বাগেরহাট জেলার মোংলা থানা কতৃক কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে।
আজ শনিবার ২৬ অক্টোবর ২০১৯, দিবসটি উপলক্ষে মোংলা থানা পুলিশ বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। র্যালিটি প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বাংলাদেশের অপরাধ দমনে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। পর্যায়ক্রমে মোংলা থানায় কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান।
উক্ত র্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার, মোংলা উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠন ও সর্বস্তরের লোক জন উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply