বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— ঠাকুরগাঁও সদর উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে ১ কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) তানভিরুল ইসলাম জানান, মামলার পর রোববার সকালে জেলা শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শাহবাহান ডাবরা এলাকার আব্দুল জব্বারের ছেলে রিয়াজুল ইসলাম রিয়াদ (২০), তার বন্ধু ঠাকুরগাঁও শহরের সেনুয়াপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে ফয়সাল (২০) ও শহরের আদর্শ কোলনির মুন্সিপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে সবুজ (২০)।
আরো পড়ুনঃ– ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে শিশু হত্যা মামলার আসামী গ্রেপ্তার
পরিদর্শক তানভিরুল মামলার নথির বরাতে বলেন, বুধবার সকাল ১০টার দিকে রওশনপুর এলাকা থেকে এই কিশোরীকে রিয়াজুলসহ চারজন মুখ চেপে ধরে অটোরিকশা তুলে নিয়ে যান। গোবিন্দনগরের শ্রীকেষ্টপুর আদিবাসী পাড়ার একটি আখক্ষেতে নিয়ে চারজন তাকে ধর্ষণ করেন।
বেলা ২টার দিকে রিয়াজুল তাকে অটোরিকশায় করে শহরের দুরামারি এলাকায় মেসে নিয়ে আবার ধর্ষণ করার সময় কিশোরীর চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন ওই স্কুলছাত্রী।
পরিদর্শক বলেন, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। পুলিশ মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে।
আরো পড়ুনঃ– নিহত শিশু শ্রমিক আলালের পরিবারের পাশে জাতীয় মানবাধিকার সমিতি
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply