মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
নাটোর (সিংড়া) থেকে রবিন খানঃ— নাটোরের সিংড়ায় চামারী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় চামারী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
আরও পড়ুনঃ– বগুড়া সদর স্কুল পর্যায়ে ‘বিজয় ফুল’ তৈরীর প্রতিযোগিতা অনুষ্ঠিত
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নবীর উদ্দীন, সহ সভাপতি নওফেল উদ্দিন চৌধুরী ভেটূ, সহ-সভাপতি ওয়াদুদ মোল্লা, সহ-সভাপতি অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিক রকি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়াল, সাধারন সম্পাদক এডভোকেট সাইদুর রহমান সৈকত, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু প্রমূখ।
সভা পরিচালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা ।
আরও পড়ুনঃ– সিংড়ায় হাতিয়ান্দাহ ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত
শেষ অধিবেশনে প্রত্যক্ষ ভোটে চামারী ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশনে সভাপতি নির্বাচিত হন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাদৎ হোসেন ও সাধারন সম্পাদক নির্বাচিত হন বর্তমান চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply