সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— ‘বঙ্গবন্ধু’র দর্শন; সমবায়ে উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে নিয়ে পটুয়াখালীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
গতকাল ০২ নভেম্বর সকাল ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে পৌরসভা মিলনায়তনে জেলা সমবায় ব্যাংকের পরিচালক ইসমাইল হোসেন মৃধা এর সভাপতিত্বে ও অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
আরও পড়ুনঃ গলাচিপায় বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার মাহাবুব আলম, সাংবাদিক জালাল আহমেদ, বন্ধুজন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ নুরুলআলম। আরও বক্তব্য রাখেন জাগরন ক্যাডিট ইউনিয়নের সভাপতি মোঃ নিজামুল হক, কালিকাপুর শুকতারা মহিলা উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ইসমত আরা বেগম প্রমুখ। র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন সমবায় সমিতির শত শত সদস্য-সদস্যরা অংশ গ্রহন করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply