রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নেওয়া পাড়াগ্রাম থেকে ৪০ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৪টার সময় কলাপাড়া থানা পুলিশ ইউসুফ তালুকদারের ঘরের খাটের নিচের মাটি খুঁড়ে এ পরিমান ইয়াবা উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল ইয়াবা ব্যবসায়ী বনি আমিন পালিয়ে যায়। আটককৃতরা হলেন মোঃ ইউছুফ তালুকদার (৭০) ও ছেলে আলমাস তালুকদার(৪৩)।
আরও পড়ুনঃ পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত
শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে কলাপাড়া থানা পুলিশ চাকামাইয়া ইউনিয়ন নেওয়া পাড়ার বাসিন্দা ইউসুফ তালুকদারের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার ছেলে আলমাস তালুকদারের ঘর থেকে আরো ৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য সূত্রে ইউসুফ তালুকদারের বসত ঘরের মাটি খুঁড়ে কস্টটেপ দ্বারা পেচানো আরো ৩০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, পিতা ও পুত্রের কাছ থেকে মোট ৪০ হাজার পিচ ইয়াবা (কেজিইয়াবা ) উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদেরকে জেলে পাঠানো হবে। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। ইয়াবা ব্যবসার সাথে জড়িত মূল হোতাদের ধরতে পুলিশের অভিযান চলবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply