মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
রাজশাহী (পুঠিয়া) থেকে আরিফুল রুবেলঃ–– “সমবায় শক্তি সমবায়ই মুক্তি বঙ্গবন্ধুর র্দশণ সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে পুঠিয়া উপজেলা প্রশাসন ও সমবায় র্কাযালয়ের আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০১৯ পালিত হয়েছে। শনিবার সকালে ৪৮তম এই দিবস উদযাপন উপলক্ষে উপজেলার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য সমবায় র্যালী অনুষ্টিত হয়।
আরও পড়ুনঃ পুঠিয়ায় মোল্লাপাড়া হাটে অবৈধ স্থাপনা নির্মাণ করায় ১ জনের কারাদন্ড
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫(পুঠিয়া-র্দূগাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মোঃ মনসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বর্ণাঢ্য র্যালী শেষে প্রধান অতিথি মহোদয় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন। এসময় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা শেষে সমবায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কয়েকটি সমবায় সমিতিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply